25.1 C
New York

লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেসের ইনস্টলেশন সিরোমনি অনুষ্ঠিত

Published:

লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেসের নতুন কমিটির  ইনস্টলেশন সেরেমনি অনুষ্ঠিত

দিলু দাস, শিলচর 

লায়ন্স ইন্টারনেশনেল ডিস্ট্রিক্ট ৩২২জি এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস এর ইনস্টলেশন সেরেমনি অনুষ্ঠিত। গত শুক্রবার সন্ধ্যায় বিগত বছরের সভানেত্রী লায়ন অঞ্জনা দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ জি এর ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পঙ্কজ পোদ্দার , ইন্ডাকশন অফিসার রূপে উপস্থিত ছিলেন লায়ন সিএ অরিন্দম ভট্টাচার্য, রিজিয়ন চেয়ারপারসন লায়ন সব্যসাচী রুদ্র গুপ্ত, জোন চেয়ারপারসন লায়ন নবিনা মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

প্রদীপ প্রজ্জ্বলন করে লায়ন্স ক্লাব অব শিলচর লায়নেস এর অনুষ্ঠানের শুভারম্ভ করেন ডিস্ট্রিক্ট ৩৩২ জি -র ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পঙ্কজ পোদ্দার , সভানেত্রী লায়ন্স অঞ্জনা দেব সহ অন্যান্যরা

 উক্ত অনুষ্ঠানে মূখ্য অতিথি ও অন্যান্যদের উপস্থিততে বিদায়ী বর্ষের সভানেত্রী লায়ন অঞ্জনা দেব আনুষ্ঠানিক ভাবে ২০২৪-২৫ এর সভানেত্রী লায়ন ড. ইন্দ্রানী ভট্টাচার্য, সস্পাদিকা লায়ন সস্পা দেবরায় ধর ও কোষাধ্যক্ষ শতরূপা ঘোষ এর নেতৃত্বাধীন নতুন কমিটির হাতে দায়িত্ব তুলে দেন ।

অনুষ্ঠানে ২০২৩-২৪ সালের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করা ক্লাবের সদস্যাদের পুরুস্কার প্রদান করে সম্মানিত ও সামাজিক কাজে আর সক্রীয় ভাবে জড়িত থাকার জন্য উৎসাহিত করে স্মারক প্রদান করেন লায়ন অঞ্জনা দেব। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন লায়ন্স ক্লাবের সভাপতি, ডিস্ট্রিক্ট ৩২২ জি এর কেবিনেট সদস্য ও সিনিয়র লায়ন্স সদস্য সদস্যা দের ও ক্লাবের পক্ষে কর্মকর্তারা উত্তরীয় দিয়ে বরণ করেন।

এছাড়াও ২০২৩-২৪ সালের ক্লাব সভানেত্রী অঞ্জনা দেব কে ও তাঁর যোগ্য নেতৃত্ব সকলকে নিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ক্লাবের সকল সদস্যা দের পক্ষে সস্মারক প্রদান করে সম্মানিত করা হয়।

Related articles

e paper 15 sep 2025

spot_img

Recent articles

e paper 15 sep 2025

spot_img