JUBO DARPAN DIGITAL:: 05/03/2024::
আচমকা বন্ধ হয়ে গেল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, সন্ধ্যার পর থেকে অনেকের ফেইসবুক কাজ করছে না , নতুন ভাবে লগ ইন করার জন্য Google Authentication code দিয়ে ও খুলছে না ফেইসবুক , অনেকেই এই সমস্যার সমাধানের জন্য পরিচিত দের কল করেছে কিন্তু হচ্ছে না সমাধান, ফেইসবুকের সাথে ইনস্টাগ্রাম ও ডাউন, এই পরিস্থিতিতে ফেইসবুক ব্যবহার কারীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন X এ। মেটা এর পক্ষে ও এখন পর্যন্ত কোন বিবৃতি আছেনাই , ফেইসবুক ও ইনস্টাগ্রাম দুই কোম্পানির মূল মালিক হয়েছেন মেটার মার্ক জাকারবার্গ। ফেইসবুক সাধারণ মানুষের জীবনে অন্যতম অংশ হয়ে গেছে তাই হঠাৎ বন্ধ হওয়ার পর অনেকের মনে আতংক ছড়িয়ে পড়েছে। আজ কাল ফোট পিন্ট করে ঘরে রাখার পরিবর্তে ফেইসবুকের ওয়ালে রাখেন অনেকেই।
ফেইসবুক ও ইনস্টাগ্রাম আপাদত বন্ধ থাকলেও গুগল, এক্স ও হোয়াটস অ্যাপ যথা রীতি কাজ করছে
হঠাৎ ফেইসবুকের সাথে ইনস্টাগ্রাম ও ডাউন
Published: