JUBO DARPAN DIGITAL, 25-07-2024 :: লায়ন্স ইন্টারন্যাশনালের বার্ষিক গ্রীষ্ম কালীন প্রকল্প “লায়ন্স সামার ক্যাম্প” ।বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারতের প্রায় প্রত্যেকটি লায়ন্স ক্লাব এই সামার ক্যাম্প এর আয়োজন করে। বরাক উপত্যকার ক্লাবগুলিও এর থেকে পিছিয়ে নয় ।প্রত্যেক বছর গ্রীষ্মের এই ছুটির দিনগুলোতে বিভিন্ন জায়গায় লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব এই সামার ক্যাম্প এর আয়োজন করেন। এর মধ্যে লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার এবং তাদের যুব শাখা লিও ক্লাব অফ শিলচর গ্রেটার তারাও প্রতি বছর এই সামার ক্যাম্পের আয়োজন করেন | শিলচর শহর তলির পর্দার আড়ালে থাকা কচিকাচা দের নিয়ে | এবছরও গতকাল ১৪ জুলাই শিলচর শিশু উদ্যানে লায়ন্স এবং লিও ক্লাব অফ শিলচর গ্রেটার সামার ক্যাম্পের আয়োজন করেন ,কিন্তু এবছরের সামার ক্যাম্প তারা একটু ভিন্ন ভাবে পালন করেছেন ।এবারে তারা এমন কিছু শিশু দের সাথে একটি দিন কাটালেন যাদের দিন কাটছে এক ভয়ানক রোগ নিয়ে যার নাম ক্যান্সার। এই খেলা-ধূলা পড়াশুনার সময় কালে তারা দিন কাটাচ্ছে কাছাড় ক্যান্সার হাসপাতাল এর চার দেয়ালের ভেতর | ক্লাব কতৃপক্ষ জানান তারা এই শিশুদের সুস্থ তো করতে পারবেন না কিন্তু একটি দিনের জন্য হলেও তাদের খোলা আকাশের নীচে কিছু আনন্দের মুহূর্ত উপহার হিসাবে তো দিতে পারেন ।এই কারণেই এবারের সামার ক্যাম্প এই শিশুদের সাথে কাটালেন ক্লাব কতৃপক্ষ। অবশ্য এই উদ্যোগে কাছার ক্যান্সার হাসপাতাল এর ডিরেক্টর ডা. রবি কান্নান পূর্ণ সমর্থন করেছেন এবং উনার সম্মতি নিয়েই এই সামার ক্যাম্প আয়োজন করেন লায়ন্স এবং লিও ক্লাব অফ শিলচর গ্রেটার | সামার ক্যাম্প আরম্ভ হয় প্রায় ১১.৩০ মিনিটে তার আগে ক্লাব থেকে গিয়ে ক্যান্সার হাসপাতাল থেকে নিয়ে আসা হয় শিশুদের। ছিলেন তাদের অভিবাভকরা এবং তাদের সঙ্গে ছিলেন কাছার ক্যান্সার হাসপাতালের দুইজন পরিসেবিকা | এদিনের কার্যসূচিতে প্রথমেই শিশুদের কে জলখাবার তুলেদেন ক্লাব কতৃপক্ষ। তার পর তাদের কে হস্তশিল্প যেমন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো শেখানো হয়। শেখান লিও ক্লাব অফ শিলচর গ্রেটারের লিও মৌনালি গোস্বামী | এর পর তাদের নাচে গানে মাতিয়ে তুলেন ক্লাব এর লিও মধুমিতা নাথ | নাচ গানের সাথে ক্লাব সদস্যরা শিশুদের সাথে উদ্যানে গিয়ে সেদিন নিজেরাও নিজেদের শৈশবে ফিরে গিয়েছিলেন | ছিলো নানারকমের খেলাধূলাও।সবশেষে ক্লাবদ্বয়ের পক্ষ থেকে তাদেরকে সেদিনের গ্রুপ ছবি ও প্রত্যেক শিশু ও লায়ন-লিও সদস্যদের আঙুলের ছাপ সম্বলিত হাতে বানানো একটি ক্যানভ্যাস উপহার দেওয়া হয়।এই সামার ক্যাম্পে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ক্লাবের পক্ষে ক্লাব এডমিনিষ্ট্রেটর লায়ন অনুপ দত্ত, কোষাধ্যক্ষ লায়ন ঝুমুর দত্ত, মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন প্রণিতা সিংহ,সহ সম্পাদক লায়ন বিদ্যুৎ রায় চৌধুরী ,মার্কেটিং চেয়ারপার্সন তথক লিও ক্লাব সভাপতি লিও-লায়ন শুভ চক্রবর্তী এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তথা লিও এডভাইজার লায়ন সব্যসাচী রুদ্র গুপ্ত। এছাড়া সেদিন উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটারের সভানেত্রী লায়ন লাকি দাস, প্রাক্তন সভাপতি লায়ন দেবরাজ ধর, সম্পাদিকা সায়ন্তনী ভট্টাচার্যী, ক্লাব ডিরেক্টর লায়ন ডা. ওয়াই এন. সিংহ, এল.সি.আই.এফ. কোর্ডিনেটর লায়ন ঋতুপর্ণা পাল ,সহ কোষাধ্যক্ষ লায়ন নবরূপ দত্ত, সদস্যা লায়ন ঋত্বিকা পাল,লিও ক্লাব অফ শিলচর গ্রেটারের প্রাক্তন সভাপতি লিও লায়ন সৌম্যজ্যোতি ভট্টাচার্য,সহ সভানেত্রী ত্রিবর্ণা দেব, সম্পাদিকা লিও পূরবী দাস, সহ সম্পাদক লিও বিশাল পাল, সার্ভিস ডিরেক্টর লিও রাজদীপ পাল, যুগ্ম প্রচার সচিব লিও গৌতম মজুমদার, ক্রীড়া সমন্বয়কারী লিও রিদম চক্রবর্তী, লিও পুষ্পিতা দাস, লিও পাখি দাস |