-6.3 C
New York

লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের মাসিক সভা অনুষ্ঠিত

Published:

JUBO DARPAN DIGITAL :: 13-07-2024 ::
লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের সভাপতি লায়ন অভিষেক দাসের উদ্যোগে মাসিক সভা ও বাৎসরিক পুরুস্কার বিতরণীয় অনুষ্ঠান ” অভার ২.০ অনুষ্ঠিত শিলচরে।

গতকাল কেয়ারের সভাপতি লায়ন অভিষেক দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় ২০২৩-২৪ সালের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তথ্য সভায় তুলে ধরেন সস্পাদক লায়ন সুদিপ দেব , কোষাধ্যক্ষ লায়ন মৌসম পাল বাৎসরিক আয় ব্যয়ের হিসাব নিকাশ সভায় তুলে ধরেন। এছাড়াও সভায় উপস্থিত ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন তাপস সাহা সহ সভায় উপস্থিত লায়ন দিলু দাস, লায়ন অনুপ দেব , লায়ন সুবির বণীক, লায়ন মলোয় পাল, লায়ন কৃষ্ণ কংস বনিক, লায়ন রিজু ভৌমিক, বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন , এছাড়াও সভায় উপস্থিত ছিলেন লায়ন দেবব্রত দেব পুরকায়স্থ, লায়ন পাপান শর্মা , সুপ্রিয়া পাল,
এছাড়াও সভায় ক্লাবের সভাপতি অবিষেক দাস ২০২৪-২৫ এর নতুন বোর্ড অফ ডাইরেক্টর নাম ঘোষণা করেন।

লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের ২০২৪-২৫ সালের নতুন পরিচালনা কমিটি

আগামী ১ জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করা নতুন কমিটি সভাপতি লায়ন্স অনুপ দেবের নেতৃত্বাধীন ২০২৪-২৫ সালের কমিটির সস্পাদক লায়ন মলোয় পাল, কোষাধ্যক্ষ লায়ন রাজু ভৌমিক ।

Related articles

E Paper 7 Oct 2024

E Paper Sep 9

spot_img

E Paper 2 Sep 2024

E Paper 26 Aug 2024

Recent articles

E Paper 7 Oct 2024

E Paper Sep 9

E Paper 2 Sep 2024

spot_img

E Paper 26 Aug 2024