শিলচর:: লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার এর উদ্যোগে ও লায়ন্স ক্লাব ইন্টারনেশনেল ডিস্ট্রিক ৩২২ জি -র ডিস্ট্রিক ফান্ড ফাউন্ডেশন এবং লায়ন অনুপ দেব, লায়ন রাজু ভৌমিকের পৃস্টপোষকতায় ” নিরঞ্জন দেব – সুচিত্রা ভৌমিক স্মৃতি স্বর্গরথ প্রকল্পের উদ্বোধন করলেন লায়ন ডিস্ট্রিক ৩২২জি-র গভর্নর লায়ন নির্মল কুমার ভুরা ও প্রয়াত নিরঞ্জন দেব এর স্ত্রী শেলী দেব ,
এছাড়াও এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন প্রয়াত নিরঞ্জন দেব এর পূত্র অনুপ দেব, পুত্রবধু লায়ন তনুশ্রী দেব, নাতি অভিরুপ দেব , প্রয়াত সুচিত্রা ভৌমিক এর পরিবারের পক্ষে পুত্র লায়ন রাজু ভৌমিক, পুত্রবধু লায়ন রিতুপর্ণা ভৌমিক সহ লায়ন ডিস্ট্রিক ৩২২ জি- র কেবিনে সস্পাদক লায়ন অনিল জৈন, ডিস্ট্রিক পিআরও লায়ন সব্যসাচী রুদ্র গুপ্ত,
লিও লায়ন লিয়াইজিয়ন অফিসার লিও লায়ন অভিষেক চক্রবর্তী, রিজনেল চেয়ারপার্সন লায়ন তাপস সাহা, জোন চেয়ারপার্সন লায়ন পারমিতা পাল, ডিস্ট্রিক চেয়ারপার্সন লায়ন দিলু দাস, ডিস্ট্রিক চেয়ারপার্সন লায়ন সুবীর বণিক, ক্লাব সভাপতি লায়ন অভিষেক দাস, কোষাধ্যক্ষ লায়ন মৌসম পাল,
আন্তর্জাতিক স্তরে সেচ্ছাসেবী সংগঠন ” লায়ন্স ক্লাব ইন্টারনেশনেল ” এর বরাক উপত্যকার মধ্যে দ্বিতীয় সবদেহ বহনকারী বাহন প্রকল্প বাস্তবায়ন করলো লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের কর্মকর্তা বৃন্দ।
এতে তাঁদের যুব শাখা অর্থাৎ লিও ক্লাব অব শিলচর কেয়ার এর সভানেত্রী লিও ক্লাব অব শিলচর কেয়ার এর সভানেত্রী সয়েতা দে, সস্পাদক অনির্বাণ জোৎতি পাল, জোন চেয়ারপার্সন লিও লায়ন সংখায়ন পাল সহ অন্যান্য লিওয় রা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আয়োজক ক্লাবের অনান্য কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন লায়ন ডিস্ট্রিক ৩২২জি- র বিভিন্ন প্রদাধিকারী সহ শিলচরের বিভিন্ন লায়ন্স ক্লাবের সদস্য সদস্যারা ও উপস্থিত ছিলেন। সকলেই লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের স্বর্গরথ প্রকল্পের প্রশংসা করেন। এতে লায়ন্স পরিবারের সাথে শহরের অন্যান্য জনসাধারণ ও উপকৃত হবেন। লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের ” স্বর্গরথ ” বাহনের জন্য প্রকল্প চেয়ারপার্সন লায়ন সুবীর ভৌমিক ও লায়ন অনুপ দেব সহ 7002342529 , 7002313959, 7002614991 6002414236 নং এ যোগাযোগ করতে পারেন।
লায়ন ক্লাব অব শিলচর কেয়ারের পক্ষে প্রায়ত নিরঞ্জন দেব ও প্রয়াত সুচিত্রা ভৌমিক এর পরিবারের সদস্যদের সস্মাননা স্মারক প্রদান করে সস্মান জানান ডিট্রিক গভর্নর লায়ন নির্মল কুমার ভোরা ও ক্লাব সভাপতি অভিষেক দাস।