JUBO DARPAN DIGITAL :: 11-08-2024 ::
লায়ন্স ইন্টারনেশনেল ডিস্ট্রিক্ট ৩২২ জি এর এক ডিস্ট্রিক্ট এক কর্মসূচি এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অফ শিলচর রয়্যালস এর উদ্যোগে ও ক্লাবের যুব শাখা অর্থাৎ লিও ক্লাব অফ সিলচার টাইটানস এর সক্রীয় সহযোগিতায় শিলকুড়ি রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে গত ৩১ শে জুলাই একদিবসীয় গ্রীষ্মকালীন শিবির অনুষ্ঠিত হয়।
উক্ত শিবিরে শতাধিক ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মিউজিক্যাল চেয়ার , আর্টস সহ ইন্ডোর ও আউটডোর বিভিন্ন ক্রীড়ার আয়োজন করে অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলে, যা শিশুদের আনন্দ ও উত্তেজনা নিয়ে আসে।
ইভেন্টটির লক্ষ্য ছিল সম্প্রদায়ের চেতনাকে উৎসাহিত করা এবং অংশগ্রহণকারীদের জন্য একটি মজাদার দিন প্রদান করা। ক্লাবের অনুষ্ঠানে সমস্ত স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারীদের উৎসাহিত করে এবং সমর্থনের জন্য সকলকে কৃতজ্ঞতা জানায়