JUBO DARPAN DIGITAL, 02-07-2024 :: আন্তর্জাতিক স্তরের সেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারনেশনেল এর ডিস্ট্রিক ৩২২ জি এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়। ১ জুলাই থেকে লায়ন্স ইয়ার শুরু হয়েছে এবং ২০২৪-২৫ সালের সভাপতির গুরুদায়িত্ব গ্রহণ করেছেন লায়ন অনুপ দেব এবং উনার নেতৃত্বে প্রথম দিনে পালন করা হয় চিকিৎসক দিবস।
শিলচর শহরের বিশিষ্ট শৈল্য চিকিৎসক ডাক্তার সৌমিত্র দেব কে কেয়ারের পক্ষে চিকিৎসক দিবসের শুভেচ্ছা জানিয়ে উত্তরীয় ও স্মারক দিয়ে ক্লাবের পক্ষে সম্মান জানানো হয় ।
এতে ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন তাপস সাহা, বিদায়ী সভাপতি লায়ন অভিষেক দাস, সস্পাদক লায়ন মলোয় পাল, কোষাধ্যক্ষ লায়ন রাজু ভৌমিক, ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন সুবির বণীক, মার্কেটিং ও কমিউনিকেশন চেয়ারপারসন লায়ন দিলু দাস, ক্লাব ডিরেক্টর ডাক্তার পুনাল নাথ, এছাড়াও লিও ক্লাব অব শিলচর কেয়ারের সভাপতি লিও নিরুপম দেব, কোষাধ্যক্ষ লিও রণদীর দত্ত, যুগ্ম সম্পাদক লিও চিরাগ দেব রায়, ক্লাব পরিচালক লিও লায়ন শংখ্যায়ন পাল প্রমূখ।