9.6 C
New York

লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তের চিকিৎসক দিবস উদযাপন

Published:

JUBO DARPAN DIGITAL, 02/07/2025 :: জাতীয় ডাক্তার দিবস উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তের লায়ন্স সদস্যরা সমাজের তথা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ডাক্তারদের একটি পটেড প্ল্যান্ট এবং তাদের অসামান্য পরিষেবার জন্য প্রশংসার কার্ড দিয়ে অভিনন্দন জানান ।

লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তের পক্ষে কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক দের সম্মান জানানো হয়

ক্লাবের নবনির্বাচিত সভানেত্রী সিংহ কিঙ্কিনী দে দত্ত এর নেতৃত্বে কাজাড় ক্যান্সার হাসপাতালে পরিচালনা তথা প্রদ্মশ্রী ডাঃ রবি কানন এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের সকল সহকারী চিকিৎসক সহ ডাঃ মনিকা দেব, ডাঃ, অভিজিৎ দাস, ডাঃ মনোরঞ্জন সরকার, ডাঃ দেবদত্ত বিশ্বাস, ডাঃ সুমিতা দত্ত গুপ্ত,  ডাঃ পিনাক পানি ধর কে লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তের পক্ষে সম্মান জানানো হয়।

Related articles

spot_img

Recent articles

spot_img