24.3 C
New York

লিও ক্লাব অব শিলচর ক্যায়ারের ব্যাডমিন্টন টুর্নামেন্ট লেটস শুটেল অনুষ্ঠিত

Published:

DILU DAS :: JUBO DARPAN DIGITAL:: 23-12-2023 :: আন্তর্জাতিক স্তরের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট ৩২২ জি-র অন্তর্গত লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার এর যুব শাখা অর্থাৎ লিও ক্লাব অব শিলচর কেয়ার এর উদ্যোগে গত ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত হয় লেটস শুটেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট শরৎপল্লী সারদা সংঘের মাঠে অনুষ্ঠিত হয় । এই ৫ দিনের টুর্নামেন্টে শিলচর এর কয়েক শতাধিক ব্যাডমিন্টন খেলোয়াড় অংশ গ্রহণ করেন।

গত ১৭ ডিসেম্বরবেলা ৬.৩০ ঘটিকা লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার এর সভাপতি অভিষেক দাস ও লায়ন রাজু ভৌমিকের প্রর্দশনী ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন হয় । এছাড়া উপস্থিত ছিলেন প্রতিযোগিতার আয়োজক সংগঠনের  সভানেত্রী লিও শ্বেতা দে, আইপিপি শংখায়ান পাল,কোষাধ্যক্ষ লিও দৈইপায়ন দাস, সহ সভাপতি লিও নিরূপম দেব, সহ কোষাধ্যক্ষ লিও রণধীর দত্ত, রতনদীপ দত্ত, দেবী ভৌমিক , রোহন পাল , লিও অ্যাডভাইজার লিও লাওন অভিষেক চক্রবর্তী, লিও লাওন ধৃতিসুন্দর পাল , লায়ন্স সুনিতা দাস, লায়ন্স মলয় পাল , লায়ন্স সঞ্জয় পাল, লায়ন্স অনুপ দেব সহ অন্যান্যরা ,

প্রতিযোগিতায় ডাবলস ও ওপেন সিঙ্গেলস সাথে লিও ডাবলস এবং লিও সিঙ্গেলস বিজয়ীদের দেওয়া হল নগদ অর্থ সহ ট্রফি , পুরুস্কার বিতরণীয় সভায় বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের সভাপতি লায়ন্স অভিষেক দাস, লায়ন্স ডিস্ট্রিক ৩২২জি-র পিআরও লায়ন সব্যসাচী রুদ্র গুপ্ত সহ অন্যান্যরা । ওপেন সিঙ্গলস এর বিজয়ী প্রতিযোগীদের দেওয়া হল নগদ ৩০০০ টাকা , রানার্স আপ কে দেওয়া হয় নগদ ১০০০ টাকা । বিজয়ী ওপেন ডাবলস দের দেওয়া হলো ৫০০০ টাকা এবং রানার আপ কে দেওয়া হলো ২০০০ টাকা। আয়োজকদের পক্ষে প্রজেক্ট স্পন্সরদের মেমেন্টো দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় , এছাড়া উক্ত প্রতিযোগিতা সুন্দর ও আকর্ষণীয় ভাবে করার জন্য লায়ন অভিষেক দাস প্রোজেক্ট চেয়ারপারসন দের দিলেন পিন দিয়ে উৎসাহিত করেন । এছাড়াও পুরুস্কার বিতরণীয় সভায় উপস্থিত ছিলেন লায়ন লাকি দাস, লায়ন তনুশ্রী দেব, লায়ন রাহুল দাস সহ লিও এবং লায়ন্স ক্যারে এর অন্যান সদস্যরা

Related articles

E Paper July 23

E Paper July 15

spot_img

Recent articles

E Paper July 23

E Paper July 15

E Paper July 8

spot_img