JUBO DARPAN DIGITAL:: 11-12-2023 ::
স্বামী বিবেকানন্দের জন্ম দিন ও জাতীয় যুব দিবস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন উপলক্ষে ১২ থেকে ২৯ বছরের যুবক যুবতীদের নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সাপ্তাহিক বাংলা পত্রিকা যুব দর্পণ ও সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা। সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো সহ বিভিন্ন খেলাধুলা। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান যুবক যুবতীদের উৎসাহিত করতে আগামী ১৮ ফেব্রুয়ারি ২৪ ইং রবিবার শিলচরে এক অনুষ্ঠানের মাধ্যমে ” বরাক একুয়া যুব সস্মান ২০২৩ ইং” প্রদান করা হবে। এছাড়াও পুরস্কার বিজয়ীদের সাক্ষাতকার ও তাঁদের বিভিন্ন সাফল্য গুলি সকলের সামনে তুলে ধরতে তা সাপ্তাহিক পত্রিকা যুব দর্পণ এ প্রকাশিত হবে । এই অনুষ্ঠান এর বিষয়ের বিস্তারিত জানতে হলে নেতাজি ছাত্র যুব সংস্থা ও যুব দর্পণ এর মুখ্য সস্পাদক তথা পরিচালক দিলু দাস এর ৯৭০৬৪৪৭০৭৬ নং এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
যুব সমাজকে উৎসাহিত করতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠান করছে যুব দর্পণ ও নেতাজি ছাত্র যুব সংস্থা
Published: