DILU DAS :: JUBO DARPAN DIGITAL, 24-12-2023, SILCHAR :: আজ রবিবার সাপ্তাহিক ছুটির সাথে আগামীকাল ২৫ ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে অনেকেরই ছুটি । তাই অনেকেই পরিবার বা বন্ধুদের সাথে বাইরে ঘুরতে বা পিকনিক এ যাওয়ার পরিকল্পনা করেছেন। তবে আবহাওয়া বিভাগের মতে রবিবার উদযাপনে অর্থাৎ ঘুরি বা পিকনিক করতে বৃষ্টি ব্যাঘাত ঘটাতে পারে , আঞ্চলিক আবহাওয়া বিভাগের কাছাড় সহ বরাক উপত্যকা সহ রাজ্যের অনেক জেলায় বজ্রপাত, বৃষ্টি ও শিলাবৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে।
আবহাওয়া দফতর মতে আসামের দারাং, কামরুপ মেট্রো, নগাঁও, গোলাঘাট, জোড়হাট, ডিব্রুগড়, কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করেছে। আবহাওয়া ব্যুরো হোজাই, পশ্চিম কার্বি আংলং, পূর্ব কার্বি আংলং, তিনসুকিয়া এবং চারিদেও জেলায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে।
তাই আগামী কাল বেশি দূরে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই সাবধানে যেতে হবে । আবহাওয়া বিভাগের অনুমান মতো বজ্রপাত বা শিলাবৃষ্টি না হলেও সাধারণ বৃস্টি হলেও খুলা আকাশের নিচে পিকনিকের আনন্দে বেঘ্যাত ঘটার সম্ভাবনা এক বারে উরিয়ে দেওয়া যায় না ।