JUBO DARPAN DIGITAL, 13-01-2024 ::
বিশিষ্ট সমাজদরদী, কলেজ শিক্ষক, সাংবাদিক, সংগঠক তথা জনপ্রিয় ওয়েব নিউজ পোর্টাল ওয়ে টু বরাক এর প্রাণ পুরুষ প্রয়াত সুদর্শন গুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়ে টু বরাক পরিবারের পক্ষে আগামী ১৪ জানুয়ারি, রবিবার বেলা ১১টায় শিলচর পার্ক রোড়ের মধ্যসহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে তাঁকে স্মরণ করে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত স্মরণ সভায় উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষে অনুরোধ জানানো হয়েছে।