যুব দর্পণ ডিজিটাল, ০২-০৭-২০২৪ ইং, শিলচর ::
শিলচর তারাপুর কালীমোহন রোডের ধর্মপ্রাণ মহিলা তথা সাপ্তাহিক রণভূমি সাপ্তাহিক বাংলা পত্রিকার কর্ণধার তথা সাংবাদিক রানু দত্তের মাতৃদেবী অনিমা দত্ত আজ সকাল বেলা নিজের ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি কিছু দিন থেকে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি রেখে গেছেন দুই ছেলে রানু দত্ত ও রঞ্জিত দত্ত, পুত্রবধূ, দুই মেয়ে, জামাতা, নাতি সহ আত্মীয়স্বজন। তাঁর মৃত্যুতে তারাপুর কালীমোহন রোড সহ শিলচরের সংবাদমহলে শোকের আবহ তৈরি হয়। তাঁর মৃত্যুতে বরাক উপত্যকা সংবাদপত্র মালিক সংস্থার সভাপতি মনোতোষ ধর, সাধারণ সম্পাদক দিলু দাস, শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে, সহসভাপতি বিকাশ চক্রবর্তী সহ অন্যান্যরা শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।