21.2 C
New York

লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তের সামার ক্যাম্প অনুষ্ঠিত

Published:

DILU DAS , JUBO DARPAN DIGITAL, 14-07-2024 ::  লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২ জি এর একটি জেলা এক ক্রিয়াকলাপের অধীনে লায়ন্স ক্লাব অফ শিলচর অনন্ত এর উদ্যোগে তাঁদের দত্তক গ্রামের ১৪৯৮ নং পথের টিল্লা এল.পি. স্কুলে কয়েক শতাধিক শিশু দের নিয়ে একটি সামার ক্যাম্পের আয়োজন করা হয়,

উক্ত সামার ক্যাম্পে অংশগ্রহণ করা স্কুলের বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরণের খেলাধুলার সাথে গান এবং নাচের আয়োজন করা হয় এবং বিভিন্ন বিভাগের বিজয়ী দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও উক্ত শিবিরে অংশগ্রহণ কারি শিশুদের ক্লাবের পক্ষে রান্না করা সুস্বাদু দুপুরের খাবার পরিবেশন করা হয়। উক্ত সামার ক্যাম্পকে সুন্দর ও সফল করে তুলতে লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তের আট জন কর্মকর্তার উপস্থিত থেকে শিবির পরিচালনা করেন।

Related articles

spot_img

Recent articles

spot_img