MR DILU DAS, JUBO DARPAN DIGITAL, 01-07-2024 :: ১ জুলাই জাতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিবস উদযাপন করলো লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার ও তাঁদের যুব শাখা অর্থাৎ লিও ক্লাব অব শিলচর কেয়ার।
সভাপতি লায়ন অনুপ দেবের নেতৃত্বাধীন ক্লাবের কর্মকর্তারা শহরের তিন তরুণ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যথাক্রমে সিএ জয়রাজ কৌরি, সিএ শুভাশীষ সাহা, সিএ রাহুল আমিন চৌধুরীকে সস্মারক প্রদান করে সস্মান জানান।
উক্ত অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন তাপস সাহা, বিদায়ী সভাপতি লায়ন অভিষেক দাস, সস্পাদক লায়ন মলোয় পাল, কোষাধ্যক্ষ লায়ন রাজু ভৌমিক, ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন সুবির বণীক, মার্কেটিং ও কমিউনিকেশন চেয়ারপারসন লায়ন দিলু দাস,
লিও ক্লাব অব শিলচর কেয়ারের সভাপতি লিও নিরুপম দেব, কোষাধ্যক্ষ লিও রণদীর দত্ত, যুগ্ম সম্পাদক লিও চিরাগ দেব রায়, ক্লাব পরিচালক লিও লায়ন শংখ্যায়ন পাল প্রমূখ।