যুব দর্পণ প্রতিবেদন, ২৭-১২-২০২৩ ইং :: শিলচর তথা বরাক উপত্যকার অন্যতম জনপ্রিয় কবি সুশান্ত ভট্টাচার্যের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছে শিলচর মালুগ্রাম এলাকার অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আরোহণ সাংস্কৃতিক সংস্থা । সংস্হার পক্ষে শিক্ষিকা শিল্পী ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল সবার প্রিয় স্বনাম ধন্য প্রয়াত কবি সুশান্ত ভট্টাচার্যের কলেজ রোডের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের বর্গের পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ করে প্রয়াত কবির স্ত্রীর হতে একটি শ্রদ্ধাঞ্জলি স্মারক প্রদান করেন ।
এছাড়াও সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন তপজ্যতি ভট্টাচার্য , জয়ন্তী সিকদার, মনীষা ভট্টাচার্য,অভিজিৎ চক্রবর্তীও দ্বৈপায়ন ভট্টাচার্য প্রমূখ।
প্রয়াত সুশান্ত ভট্টাচার্যের প্রতি আরোহণ সংস্থার শ্রদ্ধাঞ্জলি
Published: