16.6 C
New York

ছয় ড্রাগস কারবারি সহ ৩০৬ গ্রাম হিরোইন আটক করলো কাছাড় পুলিশ

Published:

JUBO DARPAN DIGITAL :: 22-12-2023 ::

দক্ষিণ শিলচর মেহেরপুর বটেরতলে আমাজ হুসাইন বারভূইয়া ও আব্দুল বারভূইয়ার একটি স্ক্র্যাপের দোকানে মাদকের চালান ডেলিভারি সংক্রান্ত একটি খবর নির্ভরযোগ্য সূত্রে পেয়ে ছয় ড্রাগস সরবরাহ কারীদের আটক কলো কাছাড় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুরের মোস্তাক আহমেদ , আমাজ হোসেন বারভূইয়া ও তার কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায় যে উক্ত চালানটি তার দোকানে মকবুল আলম লস্করের মধ্যস্থতায় একটি মোটরসাইকেলে করে একজন ছেলে ও একটি মেয়ে ডেলিভারি করার প্রস্তাব করেন। সেই তথ্য অনুযায়ী কাছাড় পুলিশ 306.51 গ্রামের নয়টি সাবানের বক্স এ সন্দেহভাজন হিরোইন সহ পুরো দলকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার।

পুলিশের হাতে গ্রেফতার হয়া পাঁচ জন হলেন ::
১) মকবুল আলম লস্কর (২৯ বছর), পিতা:: নিজামুদ্দিন লস্কর, সোনাই উত্তর মোহনপুরের,
২) রাজন আহমেদ (২১বছর), পিতা মোঃ কাদির আলী, সোনাই উত্তর মোহনপুরের,
৩)আমাজ হোসেন বারভূয়ান (৩০ বছর), পিতা মোঃ আব্দুল বারভূঁইয়া,মেহেরপুরের এমএসসি লেন
৪) মোস্তাক আহমেদ (২৫ বছর), পিতা আব্দুল হুসেন, মেহেরপুরের এমএসসি লেন
৫) সি, বি মজুমদার, পিতা জ… হ…. মজুমদার, সোনই

Related articles

e paper 13 oct 2025

e paper 15 sep 2025

spot_img

Recent articles

e paper 13 oct 2025

e paper 15 sep 2025

spot_img