28.4 C
New York

চার কোটি টাকার মাদকা সামগ্রী সহ দুই জনকে আটক করলো কাছাড় পুলিশ

Published:

JUBO DARPAN DIGITAL, 07-01-2024, Silchar :: রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেই হিমন্ত বিশ্ব শর্মা বেআইনি ভাবে চলা নেশা সামগ্রী ব্যবসার বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেন। উনার নির্দেশে রাজ্যের পুলিশ নিয়মিত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ বিভিন্ন জনকে গ্রেফতার করে । আজ বেআইনি মাদক পরিবহনের বিরুদ্ধে কাছাড় পুলিশ এবং B/147 BN CRPF এর যৌথ অভিযানে চালিয়ে কাছাড় জেলার রাজনগর, মানিকপুর, শিলচর থেকে বিশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । মাদক সামগ্রী সহ গ্রেফতার হওয়া দুই জন হলেন (১) সামসুদ্দিন  বড়ভূইয়া , ৩০ বছর (২) সামিম আহমেদ বড়ভূইয়া , ৩০ বছর, জেলা পুলিশ সুপার মিড়িয়াতে উক্ত খবর জানিয়েছে বলেছেন , ওদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Related articles

spot_img

Recent articles

spot_img