MR SUBO DAS , Karimganj
JUBO DARPAN DIGITAL, 08-01-2024 ::
ইচ্ছা একটি শক্তি। এ শক্তির দ্বারা চিত্তের একাগ্রতা, ধৈর্য ও অধ্যবসায়ের সৃষ্টি হয়। যা মানুষকে তার অভীষ্ট লক্ষ্যে ধাবিত করে। ইচ্ছাই মানবজীবনের সফলতার চাবিকাঠি। কোন কাজ করার জন্য ইচ্ছাই যথেষ্ট। মানবজীবন সংগ্রাম মুখর। এ পৃথিবীতে মানুষকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। এখানে সহজলভ্য বলতে কিছু নেই। বহু বাধা বিপত্তি অতিক্রম করে মানুষকে এগিয়ে যেতে হয়।
কিন্তু তাই বলে কোন কাজ মানুষের অসাধ্য নয়। আগ্রহ, ধৈর্য ও নিষ্ঠার সাথে কাজ করলে কাজে সফলতা অবশ্যই আসবে। আর একেই বলি আমরা ইচ্ছা। সে রকম প্রবল ইচ্ছাশক্তির ডানায় ভর করে নিজের সুপ্ত ইচ্ছাকে সমাজে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠেছিলেন শিলচর শহরের পূর্ণিমা দেবনাথ,
আরও চার পাঁচ জনের মতো না হওয়ায় শত বাধা বিপত্তি পেরিয়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে বিদেশে গিয়েও জয় ধ্বজা উড়িয়েছেন এই বাঙালি কন্যা, এখন তার বেশ নাম ডাক, ফ্যাশন ডিজাইনার পোষাকের নানান রকরামী বাহারী পোষাক বানিয়ে সমাজে আজ তিনি সুপ্রতিষ্ঠিত,
পেয়েছেন বহু সন্মানিত এওয়ার্ড ও, বিভিন্ন তারকার সাথেও রয়েছে তার ছবি একমাত্র এই কাজের জন্য, তাই নিজের ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে কোন ব্যরিকাড ই বাধা হয়ে দাঁড়াতে পারে না