Home Barak Valley সংঘপ্রধান মোহন ভাগবতের শিলচর সফর, রয়েছে সীমিত কর্মসূচি।

সংঘপ্রধান মোহন ভাগবতের শিলচর সফর, রয়েছে সীমিত কর্মসূচি।

0
26
যুব দর্পণ প্রতিবেদন, শিলচর, ২৪ জানুয়ারি: সমগ্র দেশজুড়েই আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ, আসছে নুতন নুতন এসওপি। ঠিক এমনই এক পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত পাঁচদিনের কর্মসূচি হাতে নিয়ে সংঘপ্রধান মোহন ভাগবতের দক্ষিণ আসাম প্রান্তের কেন্দ্র শিলচর সফরে আসছেন ।
 
আগামী ২৭ জানুয়ারী শিলচর সংঘ কার্যালয়ে এসে পৌঁছবেন তিনি । সাংগঠনিক কাজ, তার সঙ্গে শহরের কিছু বিশিষ্টজনের সাথে সাক্ষাত, সংগঠন শ্রেণী এবং জাগরন শ্রেণীর সদস্যদের সাথে বৈঠক, প্রচারকদের সাথে বৈঠক করবেন রাষ্ট্রীয় সয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত ।
 
নাগরিক কার্যক্রম এবং বড়ধরনের বৈঠক ইত্যাদি বর্তমান করোনার পরিস্তিতে আয়োজিত নয়। সবশেষে আগামী ৩১ জানুয়ারী তিনি শিলচর থেকে নাগপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন । খবরটি এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

%d bloggers like this: