JUBO DARPAN DIGITAL,1-12-2023 :: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাতে থাকবে না কোন ডিভিশন ও কোন ডিস্টিংকশন। আজ শুক্রবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এগজামিনেশন (CBSE) কন্ট্রোলার সান্যম ভরদ্বাজ এই কথা জানান সাংবাদিকদের। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) নতুন শিক্ষাবর্ষ থেকে বোর্ড পরীক্ষার বিষয়ে বেশ কিছু পরিবর্তন এনেছে।প্র্যাক্টিক্যাল পরীক্ষায় নতুন নিয়মের পাশাপাশি কম্পার্টমেন্ট পরীক্ষার নামও বদল করা হয়েছে।
এই পরীক্ষার নাম পরিপূরক পরীক্ষায় পরিবর্তন করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এগজামিনেশন (CBSE)
CBSE :: দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাতে থাকবে না কোন ডিভিশন ও কোন ডিস্টিংকশন
Published: