যুব দর্পণ ডিজিটেল, ৭ জানুয়ারি ২৪, শিলচর ::
আজ লিও ক্লাব অফ শিলচর ক্যারের সদস্যরা দাস কলোনিতে অবস্থিত এরা আমাদের এনজিওর প্রতিবন্ধী আবাসিক কেন্দ্রের শিশুদের সাথে কিছু সময় অতিবাহিত করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
ক্লাবের সভানেত্রী লিও সোয়েতা দে র মা’র জন্মদিন উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে এনজিও টিতে মাসিক রেশন খাদ্য বিতরণ করে থাকেন। ক্লাবের সভানেত্রী সোয়েতা, এনজিওটির সদস্যা নারায়ণী দেব থেকে খবর নিলেন কি কি সামগ্রী প্রয়োজন ওদের। তখন নারায়ণী ম্যাডাম জানালেন কিছু বিশেষ সামগ্রীর কথা উনাকে, তা ছাড়া ওদের কে জন্মন্দিন উপলক্ষে কেক বিতরণ করেন সোয়েতা । এই বিশেষ দিনে এই বিশেষ শিশুদের সাথে আনন্দ করে থাকেন ক্লাব সভানেত্রী এবং ক্লাব সদস্যারা। সেখানের ভাই বোনদের সাথে কিছু খেলা দুলা করে থাকেন ক্লাব এর সদস্যরা।
প্রকল্পটিতে উপস্থিত ছিলেন ক্লাব সভানেত্রী সোয়েতা দে, মেম্বারশিপ চেয়ারপারসন নিকিতা দেব, জেনারেল মেম্বার শুভজিৎ পাল, সহ সম্পাদক সাগ্নিক দে, টেমার দেবী ভস্মিক, পি আর ও সানি সাহা এবং অন্যান্যরা।