27.7 C
New York

স্মাইল ও ইউকো ব্যাঙ্কের উদ্ধোগে গুয়াহাটিতে রক্তদান শিবির

Published:

যুব দর্পণ প্রতিবেদক, গুয়াহাটি:: ইউকো ব্যাঙ্ক গুয়াহাটি জোনাল কার্যালয়ের উদ্ধোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন ” স্মাইল ” এর সহযোগিতায় ইউকো ব্যাঙ্ক জোনাল অফিস গুয়াহাটিতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।

উক্ত রক্ত দান শিবিরে বিশজন রক্তদাতা সেচ্ছায় রক্তদানের মাধ্যমে রক্তদান আন্দোলনে যোগ দিয়েছেন।স্মাইল এর পক্ষ থেকে উদালগুড়ি ও হোজাই ইউনিটের সমন্বয়ক সুরজিৎ কংশ বণিক উপস্থিত থেকে শিবির পরিচালনায় সহযোগিতা করেন,

এছাড়াও  রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নিয়মিত দাতা দেবপম পুরকায়স্থ। সুন্দর ভাবে রক্ত দান শিবির আয়োজন করার জন্য ইউকো ব্যাঙ্ক জোনাল অফিস গুয়াহাটির কর্মকর্তাদের ও ধন্যবাদ জানান স্মাইল এর সমন্বয়ক সুরজিৎ কংশ বণিক ।

Related articles

spot_img

Recent articles

spot_img