যুব দর্পণ প্রতিবেদন, ২৫ নভেম্বর, শিলচর:: শিলচর জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের সভাপতিত্বে শনিবার
ইন্দিরা ভবনে জেলা মহিলা কংগ্রেসের এক কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন উক্ত সভায় ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী ও জেলা মহিলা কংগ্রেসের পদাধিকারী দের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং জেলা কমিটির পদাধিকারীদের বিভিন্ন ব্লকের ইনচার্য মনোনিত করা হয়। আগামী লোকসভা নির্বাচন কে সামনে রেখে জানুয়ারী মাসের শেষ দিকে শিলচরে এক বিরাট মহিলা সমাবেশ আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ( ভারপ্রাপ্ত মহিলা কং) ফরিদা পারভিন লস্কর তাঁর বক্তব্যে সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। জেলা মহিলা কং সাধারণ সম্পাদিকা (প্রশাসন) সংগঠনের আগামী দিনের কাজকর্মের রূপরেখা সভায় তুলে ধরেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলীয়ারা বেগম,দিপ্তী দাস, স্বপনারা বেগম, রীনা মজুমদার, মীনা সিংহ, সুলতানা বেগম, বেবী চাষা,সোমা রায়,অর্চনা ধর, মিলি রানী দাস,অপর্না মালাকার, সঙ্গীতা কুর্মী, অপর্না দাস প্রমুখ। জেলা সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় আগামী নির্বাচন দলের স্বার্থে সকলকে কাজে ঝাঁপিয়ে পড়তে সবাইকে আহ্বান জানান। সভায় ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন জেলা মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ( সংগঠন) মিত্রা সুক্লবৈদ্য ।