JUBO DARPAN DIGITAL :: 26-11-2023 ::
আজ’ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)’ বোরখলা অ্যাসেম্বলি কমিটি, সক্ষম এনজিওর সাথে যৌথভাবে এবং কাছাড় জেলা সমাজকল্যাণ দপ্তরের সহযোগিতায় , ধলছেরা দুর্গা মন্ডপ, জারুইলতলায় একটি DDUD ( দিব্যাঙ্গ কার্ড) তালিকাভুক্তি শিবিরের আয়োজন করেছে জেখানে প্রায় 60 জন দিব্যাঙ্গ ব্যক্তির নাম নথিভুক্ত করা হয়েছে। এই বিষয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল যেখানে সক্ষমের মিঠুন রায়, সমাজকল্যাণ বিভাগের ত্রিদিব দাস, শিলচর সিভিল হাসপাতালের অলোক বিশ্বাস উপস্থিতদের কার্ডের বিভিন্ন দিক এবং এর সুবিধা সম্পর্কে আলোকিত করেছেন। তদুপরি, প্রোগ্রামের ধারাবাহিকতায়, ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’-এর উপর আরেকটি সচেতনতামূলক প্রোগ্রামও অভিভাবকদের মধ্যে সংগঠিত করা হয়েছে যেখানে অলোক দাস, মেল শিলচরের ওভারসিয়ার, যথাযথ সচেতনতার সাথে একটি অত্যন্ত তথ্যপূর্ণ সেশন স্থাপন করেন।তাকে সহযোগিতা করেন জাকির হোসেন মজুমদার। সেখানে অনেক মেয়ে শিশুর নামও নথিভুক্ত করা হয়েছে। উপস্থিত অন্যান্যরা হলেন বিজয় বর্মণ ও তীর্থঙ্কর চক্রবর্তী। ইয়াসির পক্ষে কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং আবেদনকারী এবং তালিকাভুক্ত ব্যক্তিদের সুবিধা প্রদানের জন্য সম্ভাব্য সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেন।ইয়াসির পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভানেত্রি বন্দিতা ত্রিবেদী রায়, ক্যাম্প ইনচার্জ সন্দীপ শীল, ক্যাম্প কো-অর্ডিনেটর ইমরান খান, উপদেষ্টা ঝন্টু সরকার, বাচ্চু বাউরি, ধনু চাস, সাইরেন কুর্মি, বিজেন বাউরি প্রমুখ। ইয়াসি জেলার প্রত্যন্ত অঞ্চলেও এ ধরনের ক্যাম্পের আয়োজন অব্যাহত রাখবে।
জারুইলতলায় দিব্যাঙ্গ কার্ড তালিকাভুক্তি শিবির অনুষ্ঠিত
Published: