JUBO DARPAN DIGITAL: 05-03-2024 ::
শিলচর ডেভলপমেন্ট অথরিটির কর্মীর থেকে ঘুষের ১২ লক্ষ ৬০ হাজার ৮৯০ টাকা উদ্ধার করলো ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন
শিলচর ডেভলপমেন্ট অথরিটির ফিল্ড সার্ভেয়ার অভিজিৎ কর ১৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন দলে হাতে।
পড়ে ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন দল তাল্লাশি করে উনার পকেট থেকে নগদ ৩৮ হাজার ৫০০ ও ঘর থেকে ১২ লক্ষ ৬০ হাজার ৪৯০ অর্থাৎ মোট নগদ ১২ লক্ষ ৬০ হাজার ৮৯০ /- উদ্ধার করে ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন দল, অভিজিৎ করকে আটক করে শিলচর ডেভলপমেন্ট অথরিটির কার্যালয়ে তদন্ত করছে ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন এর দল
তদন্ত চলাকালীন শিলচর ডেভলপমেন্ট অথরিটি র
কার্যালয়ে বাইরে থাকা উৎসাহিত জনগণ জানান, শহরে উন্নয়ন ছেড়ে নিজেদের উন্নয়ন এ মনোনিবেশ করেছিলেন উন্নয়ন সংস্থা কর্মকর্তা বৃন্দ , শিলচর ডেভলপমেন্ট অথরিটি র কাজকর্মের উপযুক্ত তদন্ত হলে আরো অনেকের আসল চেহারা জনসমক্ষে প্রকাশ হবে বলে জানিয়েছেন স্থানীয়রা