8.4 C
New York

৫ ডিসেম্বর থেকে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে গবেষণা পদ্ধতির উপর সাপ্তাহিক কর্মশালা

Published:

JUBO DARPAN DIGITAL:: 04-12-2023::
আসাম বিশ্ববিদ্যালয় শিলচর এর আসাম বিশ্ববিদ্যালয়েরবাণিজ্য বিভাগের বাণিজ্য ফোরামের সহযোগিতায় আগামীকাল অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর ২০২৩ ইং পর্যন্ত গবেষণা পদ্ধতির উপর এক সপ্তাহের কর্মশালার আয়োজন করা হয়েছে ৷

উক্ত প্রোগ্রামে বিভিন্ন বিভাগের অংশগ্রহণকারীরা গবেষণার বিভিন্ন জটিল বিষয় গুলো শিখতে যোগ দেবেন ৷ গবেষণার তথ্য বিশ্লেষণের জন্য বিভিন্ন পরিসংখ্যানগত কৌশলগুলির পদ্ধতি এবং প্রয়োগ নিয়েও আলোচনা হবে। আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রধান অধ্যাপক পরাগ শীল অনুষ্ঠানের পরিচালক এবং ড. কিংশুক অধিকারী এই কর্মশালার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। বিভিন্ন বিভাগের প্রায় ৭০ জন অংশগ্রহণকারী এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বিভিন্ন শিক্ষাগত পটভূমির শিক্ষাবিদরা রিসোর্স পারসন হিসেবে যোগদান করবেন এবং প্রাসঙ্গিক বিষয়ে বক্তৃতা দেবেন। ডাঃ সৌমেন্দ্র ভট্টাচার্য এবং ডাঃ প্রাণেশ দেবনাথ এই কর্মশালার যুগ্ম সমন্বয়কারী। আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ডক্টর কিংশুক অধিকারী, যিনি এই কর্মশালার সমন্বয়কারী, এক প্রেসবিজ্ঞপ্তিতে সব অংশগ্রহণকারীদের আগামীকাল ৫ ডিসেম্বর
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে অনুরোধ জানিয়েছেন।

Related articles

spot_img

Recent articles

spot_img