JUBO DARPAN DIGITAL:: 21-11-2023 :: হাঁটি হাঁটি পা পা করে চৌদ্দটি বছর অতিক্রম করে পনেরো বছরে পা দিলো সুতারকান্দি পোর্টাস শ্রমিক ইউনিয়ন। নতুন কমিটি গঠনের লক্ষে সাধারণ সভা বসে ইউনিয়নের কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন আইনজীবী আবুল হাসনাত চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, সমাজকর্মী মনোরঞ্জ দাস, আবুল ফয়েজ চৌধুরী। সভাপতি পদে আইনজীবী আবুল হাসনাত চৌধুরীকে পুনর্বহাল রাখা হয়। সম্পাদক পদে বিদ্যুৎ দাসকে মনোনীত করা হয়। সজল বিশ্বাসকে সরদার ও আব্দুল করিমকে সহকারী সরদার পদের দায়িত্ব অর্পণ করা হয়। এছাড়া আরও পাঁচজন সদস্যকে কার্যকরী পোর্টারের মর্যাদা প্রদান করা হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে রয়েছে ইউনিয়নের কার্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন, সদস্যদের পরিচয় পত্র প্রদান। এবছর নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী জোরদার উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান সুতারকান্দি পোর্টাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হাসনাত চৌধুরী।