8.4 C
New York

সরসপুর চা বাগানে হিন্দিভাষী সমন্বয় মঞ্চের কম্বল ও বস্ত্র বিতরণ

Published:

JUBO DARPAN NEWS :: 26-11-2023 :: আজ হাইলাকান্দি জেলার সরসপুর চা বাগানে হিন্দিভাষী সমন্বয় মঞ্চ শিলচরের উদ্যোগে কম্বল ও প্রয়োজনীয় বস্ত্র বিতরণ করা হয়। সরসপুর চা বাগানের নারায়ণপুর ও গাংপার বস্তির ২০০ জন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের মধ্যে কম্বল ও প্রয়োজনীয় কাপড় বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টা থেকেই মানুষ জমা হওয়াতে ।

কমিটির পক্ষ থেকে সর্বপ্রথম লোকজনকে কুপন দেওয়া হয় । প্রার্থনা শেষে অনুষ্ঠান সম্পর্কে প্রস্তাবিত বক্তব্য দেন মঞ্চের সাধারণ সম্পাদক দিলীপ কুমার। এরপর একে একে লোকজনকে ডেকে সম্মানের সঙ্গে কম্বল ও দরকারি কাপড় দেওয়া হয়। বস্ত্র বিতরণের পুরো ব্যবস্থা স্থানীয় কর্মী শ্যাম সুন্দর রবিদাস এবং তার সহযোগীরা করেছিলেন।এই বস্ত্র বিতরণে স্থানীয় কার্য কর্তাদের সহায়তায় হাইলাকান্দির প্রভারি রূপনারায়ণ রায় এবং শিলচরের কর্মীরা, সুভাষ চৌহান, অনন্ত লাল কুর্মি, গণেশ লাল ছেত্রী, সীমা কুমার, রাজন কুনওয়ার, দীপক যাদব, পদ্মাবতী কুর্মি, সরিতা মালা, বিশ্বজিৎ অধিকারী, অগ্রতা কুমার প্রমুখ নিয়োজিত ছিলেন। শীতকাল সামনে রেখে স্থানীয় জনগণ মঞ্চের এই পদক্ষেপের প্রশংসা করে এবং মঞ্চের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related articles

spot_img

Recent articles

spot_img