দিলু দাস , ৭ জানুয়ারি, শিলচর :: সেচ্ছাসেবী সংগঠন সহমর্মী সংস্থা শিলচর এর উদ্যোগে শিলচর শহরতলীর কাঠাল বাগান এলাকার নাগরিকদের মধ্যে ২৫ খানা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্তিত ছিলেন আয়োজক সংস্থার সম্পা দাস, হিমাদ্রী অধিকারী, গীতালি পাল, পুনম রবিদাস, আরো অন্যরা। এই সামাজিক কর্মকাণ্ডে সহমরীর সদ্যসরা অধীর আগ্রহ নিয়ে দুস্থদের ২৫ খানা কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে সহযোগিতা করেন কাঁঠাল বাগান এলাকার বিশিষ্ট নাগরিক তথা নেতাজি ছাত্র যুব সংস্থার সক্রীয় সদস্য নারায়ণ রবিদাস ,
এই শীতের সময় শহরতলী এলাকায় কম্বল বিতরণ করার জন্য এলাকার মানুষ সহমর্মী সংস্থা র কর্মকর্তা দের সাধুবাদ জানান।