4.3 C
New York

যারা বরাক উপত্যকাকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে তাদের প্রতি চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চের সতর্কবার্তা

Published:

শিলচর ৬ ফেব্রুয়ারি: বরাক উপত্যকাকে বাংলাদেশে পরিণত করার চেষ্টাকারীদের সতর্ক করেছে রাষ্ট্রভাষা চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চ শিলচর। ফোরামের প্রধান আহ্বায়ক দিলীপ কুমার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, কিছু লোক আসাম থেকে বরাক উপত্যকাকে আলাদা করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে। চা জনগোষ্ঠীর জনগণ এই প্রচেষ্টাকে কোনো মূল্যে সফল হতে দেবে না। তিনি ইন্ডিয়ান টি এসোসিয়েশন শিলচরের সভাপতি ঈশ্বর ভাই উভাদিয়ার বক্তব্যকে সমর্থন করে বলেছেন যে চা বাগানের জমি দখলের কাজ চলছে, তথাকথিত বাংলাদেশী অনুপ্রবেশকারীরা বরাক উপত্যকার অনেক চা বাগানের বেশিরভাগ জমি দখল করে আছে। উদাহরণ হিসেবে তিনি করিমগঞ্জ জেলার চরগোলা চা বাগান, বুবরিঘাট চা বাগান, হাইলাকান্দির মোনাছড়া চা বাগান, সরসপুর চা বাগান, চন্ডীপুর চা বাগান ও কাছাড়ের হাতিছোড়া চা বাগানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, উয়াদিয়ার কথায় বরাক উপত্যকায় বাংলাদেশিদের সমর্থকরা কষ্ট পাচ্ছে। এখানে ভারতীয় খানা আর বাংলাদেশী গান চলবে না। তিনি বলেন, প্রয়োজনে চা জনগোষ্ঠীর মানুষ এ ইস্যুতে রাজপথে নামতে পিছপা হবে না। রাষ্ট্রভাষা চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চ শিলচর এর পক্ষে দিলীপ কুমার এক প্রেসবার্তায় উক্ত খবর জানিয়েছে।

Related articles

E Paper 7 Oct 2024

E Paper Sep 9

spot_img

E Paper 2 Sep 2024

E Paper 26 Aug 2024

Recent articles

E Paper 7 Oct 2024

E Paper Sep 9

E Paper 2 Sep 2024

spot_img

E Paper 26 Aug 2024