3.6 C
New York

মিঠুন রায়কে আজকের প্রজন্ম ও রেস থিয়েটারের কমলাকান্ত ভট্টাচার্য যুব নাট্য সম্মান

Published:

JUBO DARPAN DIGITAL:: 22-12-2023 ::
শিলচরের অন্যতম নাট্য সংগঠন আজকের প্রজন্ম থিয়েটার গ্রুপ ও রেস থিয়েটার সংস্থার ” থিয়েটারের পৌষ পারব ” নাট্যোৎসবের উদ্ধোধনী পর্বে প্রতি বছরের ন্যায় এবারও যুব নাট্য সস্মাননা প্রদান করা হয়। এতে অনান্য যুব নাট্য শিল্পীদের সাথে দক্ষিণ শিলচর এলাকার অন্যতম নাট্য সংগঠন ” পথিক নাট্য সংস্থা ও নয়া গ্রুপের মিঠুন রায় কে কমলাকান্ত ভট্টাচার্য স্মৃতি যুব নাট্য সম্মান প্রদান করা হয়

আয়োজকদের পক্ষে মিঠুন রায় সহ ৯ জন তরুণ প্রজন্মের নাট্যকারদের কে উত্তরীয়, সস্মারক ও ট্রফি দিয়ে সস্মান জানান হয়েছে। পুরস্কার গ্রহণ করে মিঠুন রায় সামাজিক মাধ্যমে তাঁর প্রতিক্রিয়ায় জানান, নাট্য চর্চার কঠিন জীবনে এই সস্মান নাটকের প্রতি দায়িত্ব আরও বাড়িয়ে দিলো, আমার মত একজন ক্ষুদ্র শিল্পীর নাম এই সম্মানের জন্য বিবেচনার করায় ধন্যবাদ জানাই আজকের প্রজন্ম থিয়েটার গ্রুপ ও রেস তিনি তাঁর সামাজিক মাধ্যম আরও লিখেছেন যে, আজকের এই দিনে মনে পড়ে কিভাবে শুরু করেছিলাম নাটকের চর্চা । ১৯৯৬ সাল নাগাদ আমার সাংস্কৃতিক চর্চার শুরুর সময় । মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে শহরে পৌঁছনো তখনের দিনে অনেক বড় কথা । বাবা মায়ের ইচ্ছে ছিল, যেন সাংস্কৃতিক চর্চার দিকটা যেন চালু থাকে । মনে পড়ে Shivprasad Deshmukh এর কথা । শিবুর বাইকে দুজনের চাঁদা তোলে তখনের দিনে শহরে গিয়ে সাংস্কৃতিক চর্চা চলে প্রায় সাত বছর । পরে ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় থেকে নাট্য মঞ্চে সরাসরি প্রবেশ । তারপর পথনাটকের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে গিয়ে জনসচেতনতা করতে গিয়েই ৭০০ এর অধিক পথনাটক করার অভিজ্ঞতা অর্জন করি । সেখান থেকে থিয়েটারে প্রবেশ এবং একে একে ভাবীকাল, কায়ানট, কালচারাল ইউনিট, নাট্যাঙ্গন, পূবালী সহ বিভিন্ন সংস্থা আমাকে নাটকের মঞ্চে সুযোগ দেয় । তাদের কাছ থেকেই নাটকে বড় মঞ্চের শিক্ষা । আজকের দিনে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । সেই সঙ্গে নাটকের পাঠশালায় আমাকে তালিম দেওয়ার জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাই বিখ্যাত নাট্য পরিচালক তথা নাট্যকার Santanu Paul, Shekhar Deb Roy, Monoj Deb, Debajyoti Bandyopadhyay Joy, Debd Che, Santanu Sengupta সহ অন্যান্য সকলকে যারা আমাকে অনেক কিছুই শিখিয়েছেন । অবশেষে অবশ্যই ধন্যবাদ জানাব রাহুল দাস গুপ্ত দাদা ও নয়াগ্রুপ টিমকে । রাহুল দাদা যেভাবে আমাকে মঞ্চে সুযোগ ও সহযোগিতার জায়গা তৈরী করে দিয়েছেন, তার ঋণী আমি আজীবন । ধন্যবাদ অবশ্যই জানাবো Pothik Natya Sangstha এর সকল সদস্যদের, তোমরা সকলেই আমার দেহের এক একটি অঙ্গ । উল্লেখযোগ্য যে, দিব্যাঙ্গদের নিয়ে কাজ করা সর্ব ভারতীয়স্তরের সেচ্ছাসেবী ” সক্ষম” এর সস্পাদকের দ্বায়িত নিয়ে কাজ করে উত্তর পূর্বাঞ্চলের সমাজকর্মী রূপে এক বিশেষ পরিচিতি লাভ করেছে ,
ছবি ঋণ ও কৃতজ্ঞতা: বিশিষ্ট চিত্র শিল্পী পার্থ শীল 

Related articles

E Paper 7 Oct 2024

E Paper Sep 9

spot_img

E Paper 2 Sep 2024

E Paper 26 Aug 2024

Recent articles

E Paper 7 Oct 2024

E Paper Sep 9

E Paper 2 Sep 2024

spot_img

E Paper 26 Aug 2024