3.8 C
New York

প্রজেক্সেল ফাউন্ডেশনের দ্বিতীয় ফোকলোর ভারত উৎকর্ষ উৎসব অনুষ্ঠিত গুয়াহাটিতে

Published:

তরালী দেবী, যুব দর্পণ প্রতিবেদক, ৭ জানুয়ারি 

প্রজেক্সেল ফাউন্ডেশন (এনজিও) এর প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার সীমা পুরকায়স্থের উদ্ধোগে ও কামরূপ জেলা পরিবহন বিভাগের সহযোগিতায় গত ২৭ শে ডিসেম্বর ২০২৩ ইং গুয়াহাটির জেলা গ্রন্থাগার অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ফোকলোর ভারত উৎকর্ষ উৎসব অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে ভারতের সমৃদ্ধ লোকসাহিত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় । অনুষ্ঠানের মূখ্য উদ্ধোগতা ইঞ্জিনিয়ার সীমা পুরকায়স্থ জানান যে, এই উৎসবের লক্ষ্য আমাদের দেশের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত ঐতিহ্যের প্রচার ও সংরক্ষণ করা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী, পণ্ডিতদের উৎসাহিত করে একত্রিত করা।

অনুষ্ঠানে মূখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার জনাব রুহুল আমিন , সস্মানিত অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশন তথা কামরূপের ডিটিও ডাঃ গৌতম দাস এছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট কবি ও লেখক
মৃণালিনী দেবী ( ড. হিমন্ত বিশ্ব শর্মার মা), প্রাক্তন সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা তথা অভিনেত্রী মধুরিমা বড়ুয়া , জনপ্রিয় লোকো শিল্পী নুর আলী , অনিতা শর্মা, ড.অঞ্জনময়ী সাইকিয়া , ড.মনিষা দেবী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অতিথি রূপে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিদের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ম হয় , সভায় প্রধান অতিথি রুহুল আমিন ও মৃণালিনী দেবী তাঁদের মূল্যবান ব্যক্তব রাখেন,

সড়ক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ম নিয়ে ব্যক্তব রাখছেন কামরুপ জেলা পরিবহন অধিকারিক

এছাড়াও জেলা পরিবহন অধিকারিক গৌতম দাস সড়ক সুরক্ষা ও ট্রাফিক নিয়ম এর বিষয়ে তাঁর মুল্যবান ব্যক্তবে উপস্থিত সকলে সচেতন করেন ,

এর পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে প্রায় শতাধিক শিল্পীরা তাঁদের প্রতিভা সকলের সামনে তুলে ধরেন। আয়োজক দের পক্ষে উপস্থিত অতিথিদের ও অংশগ্রহণ কারি শিল্পীদের স্মারক প্রদান করা হয় ।

 

Related articles

E Paper 7 Oct 2024

E Paper Sep 9

spot_img

E Paper 2 Sep 2024

E Paper 26 Aug 2024

Recent articles

E Paper 7 Oct 2024

E Paper Sep 9

E Paper 2 Sep 2024

spot_img

E Paper 26 Aug 2024