18.1 C
New York

পিএম বিশ্বকর্মার যোজনার টেইলরিং প্রশিক্ষন ও মুল্যায়ন কর্মশালা পিএনবি আরসেটিতে

Published:

JUBO DARPAN DIGITAL,09-01-2024 :: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হল ভারত সরকারের একটি প্রকল্প যা ঐতিহ্যবাহী শিল্পী এবং কারিগরদের আর্থিক সহায়তা প্রদান করবে ও এই প্রকল্পের অধীনে, সরকার ওই শিল্পী এবং কারিগরদের টুল কিট এবং অন্যান্য সরঞ্জাম সহ ইচ্ছুকদের ঋণ ও প্রদান করবে । এছাড়া এই যোজনায় শিল্পীদের প্রশিক্ষণ সহ প্রশিক্ষণ শেষে ট্রেইনিদের মুল্যায়ন করে শংসা পত্র তথা পরিচয় পত্র ও দেওয়া হবে। সেই সঙ্গে ভাতাও পাবেন তাঁরা আর এরই অঙ্গ হিসেবেই প্রধানমন্ত্রী বিশ্বকর্মার যোজনার আওতায় কাছাড় জিলার টেইলরিং তথা দরজীদের জন্য পিএনবি আরসেটি কাছাড়ে প্রশিক্ষণ কর্মশালার ২য় ব্যাচ এর প্রশিক্ষণ ও মুল্যায়ন কর্মশালা সফল সমাপনী হয়েছে মঙ্গলবার ।

গত চার জানুয়ারি এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল আর আজ মঙ্গলবার প্রশিক্ষণে অংশ নেওয়া হিতাধিকারীদের তৃতীয় পক্ষ মূল্যায়ন নিয়েছেন এসেসর বেবি দাস । এই প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আরসেটি কাছাড়ের ডমেন স্কিল ট্রেইনার তথা বিশ্বকর্মা প্রকল্পের সার্টিফাইড মাষ্টার ট্রেইনার রেস্মিতা দাস। সমাপ্তি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএনবি আরসেটি কাছাড়ের ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য্য, পিএনবি আরসেটি কাছাড়ের সিনিয়র ফেকালটি শাহেদ চৌধুরী, মনিষা নাগ সহ আরসেটির প্রশিক্ষণ সহায়ক জয়মতী দাস , রিম্পা সেন, ট্রেইনার অনু দাস, সফল উদ্যোক্তা তথা আরসেটির ডমেন স্কিল ট্রেইনার এম আর বড়ভুইয়া ও এসেসর বেবি দাস প্রমুখ। সমাপ্তি অনুষ্ঠানে পিএম বিশ্বকর্মা যোজনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে ট্রেইনিদের সঙ্গে মতবিনিময় করেন পাঞ্জাব ন্যাশনেল বেংক পরিচালিত প্রশিক্ষণ পিএনবি আরসেটি কাছাড়ের ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য্য । আগামী সতেরো জানুয়ারি থেকেে তৃতীয় ব্যাচ শুরু হবে।
আরসেটি কাছাড়ের পক্ষে থেকে শাহেদ চৌধুরী এ খবর জানিয়েছেন।

Related articles

E Paper 7 Oct 2024

E Paper Sep 9

spot_img

E Paper 2 Sep 2024

E Paper 26 Aug 2024

Recent articles

E Paper 7 Oct 2024

E Paper Sep 9

E Paper 2 Sep 2024

spot_img

E Paper 26 Aug 2024