20.1 C
New York

আগামী ৬ এপ্রিল থেকে ইচ্ছেডানার ফিল্ম ফেস্টিবল অনুষ্ঠিত হবে শিলচরে

Published:

JUBO DARPAN DIGITAL, 10-03-2024 ::

আগামী ৬ এবং ৭ই এপ্রিল শিলচর বঙ্গভবনে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে চলেছে ক্লাব ইচ্ছেডানা এবং আদ্যামা প্রোডাকশনের যৌথ উদ্যোগে visva south assam film festival 2024.
কলকাতা ও গুয়াহাটি থেকে চলচ্চিত্র জগতের সাথে যুক্ত তারকারা আসছেন এই উৎসবে যোগ দিতে ,

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ,অভিনেত্রী পার্নো মিত্র প্রিয়াঙ্কা সরকার , অভিনেতা বনি সেনগুপ্ত আসছেন এই উৎসবে যোগ দিতে এই চলচ্চিত্র উৎসবে মোট ছয়টি ফিচার ফিল্ম এবং আটটি ছোট ছবি দেখানো হবে
ফিচার ফিল্ম এর মধ্যে বিজয়ার পরে ,মাতৃ পক্ষ, অতি উত্তম, উদ্বাস্তু ,অহল্যা প্রদর্শিত হতে চলেছে এছাড়াও দেশে বিদেশে বহু চর্চিত ছোট ছবি রেড নট প্রদর্শিত হবে
লেখক উদ্বাস্তু ছবিটির আদ্যা মা প্রোডাকশনের প্রযোজিত শর্মিষ্ঠা দেবের পরিচালিত ছবি প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে এই দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবে , ছবির সিংহভাগ অভিনেতা অভিনেত্রীরা এই বরাক উপত্যকার তাই এই ছবিকে ঘিরে উৎসাহ প্রবল জনগণের মধ্যে ,

আজ ইচ্ছেডানার স্টুডিও অফিসে বসে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন দক্ষিণ অসম চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন শর্মিষ্ঠা দেব এবং চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর হীরক পাল , অন্যদের মধ্যে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অলকা দেব, ইন্দ্রানী সাহা, অভিজিৎ দেব প্রমুখ , এই গোটা উৎসবকে সাফল্যমন্ডিত করে তুলতে গোটা বরাকবাসীর কাছে আহ্বান জানিয়েছেন শর্মিষ্ঠা দেব ,

Related articles

e paper 13 oct 2025

e paper 15 sep 2025

spot_img

Recent articles

e paper 13 oct 2025

e paper 15 sep 2025

spot_img