JUBO DARPAN DIGITAL, 08-01-2024 ::
কাছাড় জেলার ধলাই বিধানসভার আইরংমারা বাজারের প্রয়াত মদনমোহন পালের স্ত্রী বিনা রানী পাল গত ৪ জানুয়ারি বার্ধক্য জনিত কারণে আইরংমারাস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। বিশিষ্ট ধর্মপ্রাণা মহিলা বিনা রানী পালের মৃত্যুতে এই অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি ছয় পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী এবং নাতি-নাতনী রেখে গেছেন , এলাকায় বিশিষ্ট জনদের সাথে সম্মিলিত লোক পরিষদ শিলচরের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজকর্মী সুব্রত পাল উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।